Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাহেবের আলগা ইউনিয়নের ইতিহাস

সাহেবের আলগা ইউনিয়নের নামকরণ: ১৭ নং বেগম গঞ্জ ইউনিয়ন যাহার আয়তন ৫৬ বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র নদী ইহাকে দুইভাগে বিভক্ত করেছে।১৯৭২ সালে রিলিপ কমিটি গঠনের সময় দুইটি কমিটি গঠন করা হয়। পূর্ব অংশ সাহেব গঞ্জ পশ্চিম অংশ বেগম গঞ্জ নামে। বেগম গঞ্জের রিলিপ চেয়ারম্যান মো: সোহরাফ মোল্লা এবং সাহেব গঞ্জের রিলিপ চেয়ারমান মো: মজিবর রহমান ছিলেন। তখন থেকেই বেগম গঞ্জ ইউনিয়ন করার প্রচেষ্ঠা চলে কিন্তু নামকরণ নিয়ে দন্ধ। বেগম গঞ্জ বাসী পূর্ব অংশকে সাহেব গঞ্জ হিসেবে মেনে নিলে মানের ক্ষতি হয়।বিধায় তদানিন্তন চেয়ারম্যান খেওয়ার চর হাটকে সুনামগঞ্জ ও গেন্দার আলগা সুনামগঞ্জ নামে এবতেদায়ী মাদ্রাসা দেখিয়ে পূর্ব অংশকে সুনামগঞ্জ ইউনিয়ন করার প্রস্তাব দেন। পূর্ব অংশের নেতৃত্বদান কারী মো: নুর মোহাম্মদ প্রধানের প্রচেষ্ঠা ও সুনামগঞ্জ নামে কোন মৌজা নাথকার কারণে উভয় পার্শ্বের জনগনের সুষ্ঠু মীমাংসার লক্ষে সাহেব গঞ্জ নামকরণ না করে ইউনিয়নের নাম করন করা হয় সাহেবের আলগা ইউনিয়ন। নতুন এই ইউনিয়নের জম্ম হয় ১৯৮৫ সালে। আয়তন: সাহেবের আলগা ইউনিয়নের আয়তন ২৮বর্গ কিলোমিটার। এক নজরে ইউনিয়নের ভিতর: "সাহেবের আলগা ইউনিয়নে ১৩টি মৌজা দুইটি ডাকঘর দুইটি বি,জি,পি ক্যাম্প,৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,রেজি:সর: প্রাথমিক " "বিদ্যালয় ৬টি অপেক্ষমান রেজি: প্রা: বি: ৬টি,১টি উচ্চ বিদ্যালয়,অপেক্ষমান কলেজ ১টি ।২৮টি মসজিদ,মাদ্রাসা (মোকতব) ৬টি,এতিমখানা ১টি"